Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ফুলপুর, ময়মনসিংহ।     

ইমেইলঃ armanauwao2005@gmail.com

ওয়েবসাইটঃ www.dwa.phulpur.mymensingh.gov.bd

 ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

 

 

 

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

 

 

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরাক্ষা কর্মসূচীঃ

ক) ভিজিডি ঃ

ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভিজিডি কার্যক্রমের আওতায় ১৮৮৮ জন দুস্থ মহিলাকে খাদ্য নিরাপত্তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এ কার্যক্রমের সফল হচ্ছেঃ

প্রতিজনকে ৩০ কেজি করে খাদ্যশস্য প্রদান করা হয়।
সচেতনতা ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়।
ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের ঋণপ্রদান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করা হয়।

 

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

 

উপকারভোগী মহিলা বাচাই/নির্বাচনের প্রাথমিক তালিকার ‘ছক’ এবং চুড়ান্ত তালিকার ‘ছক’ বিনামূল্যে প্রদান করা হয়।

 

 

 

২৪মাস/

২বছর

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com

খ) দরিদ্র মা‘র জন্য মাতৃত্বকাল ভাতাঃ

ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নেই  দরিদ্র মা‘র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচি চলমান । এ কার্যক্রমের আওতায় নির্বাচিত ভাতাভোগীদেরকে জন প্রতি মাসিক ৮০০/-(আট)শত টাকা হারে ভাতাভোগীর নিজেস্ব ব্যাংক হিসাবে ৬মাস পরপর  ৮৪০০/-(চার হাজার আট শত) টাকা করে ভাতার অর্থ প্রদান করা হয় ও বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আবেদন ফরম ও নীতিমালা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন ফরম ও নীতিমালা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিনা মূল্যে পাওয়া যায়।

 

২৪মাস/

২বছর

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com

মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ

নীতিমালা অনুযায়ী প্রশাসনিক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ ফুলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নির্ধারিত ফরম পুরুন পুর্বক উপকারভোগী নির্বাচন করে জনপ্রতি ৫০০০/- হতে ১৫০০০/- পর্যন্তর্ ণ বিতরণ করা হয়।

আবেদন ফরম ও নীতিমালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

প্রশাসনিক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষ ফুলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সুবিধাজনক সময়ে ৩০০/-মূল্যেও ষ্ট্যাম্প যা উপকারভোগী দ্বারা পরিশোধিত।

১মাস হতে ৩ মাসের মধ্যে (প্রাকৃতিক দূযোগের কারনের্ ণ বিতরণে বিলম্ব হতে পারে।)

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com

প্রশিক্ষণ কার্যক্রম

জুলাই হতে জুন পর্যন্ত ৪ টি ব্যাচে ৫০ জন করে দুস্থ মহিলাকে সেলাই ও বিউপিফিকেশন এর প্রশিক্ষণ দেওয়া হয় বিনা মূল্যে।

অনলাইনে আবেদন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হয়।

প্রতি ৩ মাস পর পর আবেদন ফরম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা নেওয়া হয়।

 

৩ মাস

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,বাল্য বিবাহ ও যৌন হয়রানী বন্ধ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন,পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষাআইন ২০১০ কার্যক্রম

 

উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে যৌতুক ,বাল্য বিবাহ ও যৌন হয়রানী সহ সকল প্রকার নারী ও শিশু নির্যাতনমূলক  অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে থাকে।

 

আবেদন ফরম   
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন ফরম   
বিনা মূল্যে ফুলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে।

 

অবহিত হওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়।

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যপ্রত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণ করার লক্ষে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নিবন্ধন করার ব্যবস্থা করা হয়।

আবেদন ফরম    
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

 

নিবন্ধনের শর্ত সাপেক্ষে নবায়ন ফি এবং রেজিষ্ট্রেশন ফি চালানের মাধ্যমে ব্যাংকে জমা প্রদান করতে হয়।

আবেদন প্রাপ্তির ১৫-৩০ দিনের মধ্যে।

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com

 

জয়িতা অন্বেষণে বাংলাদেশ

মাহলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশনা সাপেক্ষে এ কার্যক্রমের আওতায় উপজেলা হতে নির্ধারিত ৫ ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৫জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়।

আবেদন ফরম ও  নীতিমালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন ফরম    
বিনা মূল্যে ফুলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে।

 

নির্ধারিত সময় সীমার মধ্যে।

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com

 

বিভিন্ন দিবস উদযাপন

উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক দিবস পালন করা হয়।

 

 

 

আরমানা হক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

ফুলপুর, ময়মনসিংহ।

ফোনঃ মোবাঃ০১৭১৮০৯৬৯৭৬

  অফিসঃ

armanauwao2005@gmail.com